এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত


March 2025/Energypac.JPG

এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠকে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জ্বালানি খাত তৈরি করার জন্য প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন বৈঠকে উপস্থিত নেতারা।    

এনার্জিপ্যাক পিএলসি সম্প্রতি এই সভার আয়োজন করে। বৈঠক পর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এনার্জিপ্যাক সেন্টারে ইফতারের আয়োজন করা হয়। 

এই সভায় অংশগ্রহণকারীরা বৈঠকের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনা জ্বালানি খাত এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় এনার্জিপ্যাক চলতি বছরের ফিনান্সিয়াল পারফরম্যান্স (আর্থিক অবস্থা) তুলে ধরেন। এছাড়া, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনার রূপরেখা এবং পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থনৈতিক পূর্বাভাস সবার সামনে উপস্থাপন করা হয়। আলোচনায় টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন ও গতিশীল অর্থনৈতিক খাত নির্মাণে এনার্জিপ্যাকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এনার্জিপ্যাক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, ‘আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন আমাদের বর্তমান ফিনান্সিয়াল পারফরম্যান্স (আর্থিক অবস্থা)। আমাদের স্টেকহোল্ডাররাও আমাদের প্রতি অটল সমর্থন রেখেছেন। সামনের দিনগুলোতে সকলের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আমরা উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে যাবো।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×