ঈদবাজারে বেড়েছে ক্রেতার চাপ, শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী


March 2025/Shoping.jpg

ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে সকাল থেকেই জমজমাট হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতাদের চাপ বেড়েছে কয়েকগুণ। ব্যস্ততায় আগে যারা করতে পারেননি কেনাকাটা, তারা সেরে ফেলছেন সেটি। এদিকে শেষ সময়ের ক্রেতা উপস্থিতিতে ভালো ব্যবসায়ের প্রত্যাশা বিক্রেতাদের।

দরজায় কড়া নাড়ছে ঈদ। উৎসবকে রাঙিয়ে তুলতে তাইতো সকাল থেকেই শপিংমলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাপ বেড়েছে কসমেটিকসের দোকানেও।
 
বুধবার (২৬ মার্চ) রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায়, ঈদের ঠিক আগ মুহূর্তে এই ছুটির দিনটিকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন শপিং প্রেমীরা। ব্যস্ততায় আগে যারা করতে পারেননি কেনাকাটা, শেষ সময়ে তারা সেরে নিচ্ছেন সেটি। ফলে কাপড়, জুতা, কসমেটিকস কিংবা গহনার দোকান, সবখানেই দেখা গেছে ক্রেতার চাপ।
 
ক্রেতারা বলছেন, ‘ঈদের আগে ছুটির দিন পাওয়ায় কেনাকাটা করতে বেশ সুবিধা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে ছুটির দিন ছাড়া তেমন সময় পাওয়া যায় না।’
 
বিক্রেতারা বলছেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ চাপ বেড়েছে কয়েক গুণ। ছুটির দিন হওয়ায় শেষ সময়ের কেনাকাটা সারছেন ক্রেতারা। ফলে শুরুর দিকের ক্রেতা ঘাটতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।’
 
বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে শপিংমল ও বিপনি-বিতানগুলো। আর এতে সকাল থেকে রাত, দিনের সবটা সময় কেনাকাটা করতে পারছেন ক্রেতারা।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×