ঈদের আগেই বাড়ল গরুর মাংসের দাম


March 2025/Flesh.jpg

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংসের দাম এলাকাভেদে ৩০-৪০ টাকা বেড়েছে।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর-১ কাঁচাবাজার, মিরপুর-১৪ বউবাজার, কচুক্ষেত কাঁচাবাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭৫০ টাকা।

এদিকে কাঁচাবাজারের মতোই সুপারশপগুলোতেও দাম বেড়েছে। মিরপুর-১ প্রিন্স সুপারশপে প্রিমিয়াম (হাড়সহ) গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায় এবং হাড় ছাড়া ১০০০ টাকা।

মিরপুর কাঁচাবাজারের ব্যবসায়ী হান্নান বলেন, ‘ঈদ উপলক্ষে গরুর মাংসের বাজার কিছুটা চড়া। আজ সকাল থেকেই ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

গরুর মাংস কিনতে আসা একজন ক্রেতা জানান, অল্প নিলে দাম বেশি রাখে। কিন্তু বেশি নিলে কিছুটা কমে পাওয়া যায়।

এদিকে রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যের বাজারে গরুর মাংস ৬৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর ৪৮টি পয়েন্টে রমজান মাসজুড়ে এই সুবিধা দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ডিম (প্রতি ডজন) ১০৮ টাকার জায়গায় ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার (প্রতি কেজি) ২৫০ টাকা, পাস্তুরিত দুধ (প্রতি লিটার) ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×