তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত সড়কে থাকবে শিক্ষার্থীরা


2024-Novemer 18/Titumir college Road.jpg

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় সোমবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। প্রথম দফায় সড়ক ছাড়ার প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফের তারা মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন। এ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠন না করা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন।

Your Image

শিক্ষার্থীরা বলছেন, ‘সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কমিশন গঠনের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। পরে ১২ জনের প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেলে তারা চারটার দিকে সড়ক ছেড়ে দেন। তবে, প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা শেষে সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন। এ সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলেজের অন্য শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন। এরপর অবশ্য প্রতিনিধিরা সচিবালয় থেকে সরে এসে মহাখালীতে শিক্ষার্থীদের সাথে যোগ দেন।

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফায়েত শফিক সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সংবাদ মাধ্যমকে বলেন, ‘সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সাথে কথা বলেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে যাওয়া প্রতিনিধিরা। সেখানে কোন ধরনের সিদ্ধান্ত আসেনি। উপদেষ্টারা জানিয়েছেন, ব্যাপারটি নিয়ে কী করা হবে, সেটি বিবৃতি দিয়ে জানানো হবে। এখন সরকার কী সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি বিবৃতি দিয়ে না জানানো পর্যন্ত শিক্ষার্থীরা ধোঁয়াশার মধ্যে আছেন। এমন পরিস্থিতিতে দ্রুত বিবৃতির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

তবে, সোমবার (১৯ নভেম্বর) রাত আটটার দিকে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের একজন আবদুল হামিদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘দাবির ব্যাপারে মন্ত্রণালয় থেকে সচিবালয়ে আলোচনা বসতে বার বার অনুরোধ জানানো হয়। এরপর তারা সচিবালয়ে যান। প্রথমে তারা (উপদেষ্টারা) ইতিবাচক ছিলেন; কিন্তু পরে তারা জানান কাল ফের আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের উদ্দেশ্য মনে হচ্ছে কালক্ষেপণ করা। এ পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়। এখন আমাদের দাবি, দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কমিশন গঠন করা। এখন আমরা আর সচিবালয়ে যাব না। কলেজে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্ত নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কমিশন করার সিদ্ধান্ত না আসবে, সড়ক ছাড়ব না।’

আর সচিবালয়ে থেকে নিজেদের অনশন প্রত্যাহার করা নিয়েছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘আমরা এখন তিতুমীর কলেজের সামনে অবস্থান অব্যাহত রাখব।’

এর পূর্বে একই দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এতে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন মানুষ। বিকাল চারটা পর্যন্ত এ অবরোধ চলে। বিকাল চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে চলে যান। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার পর শিক্ষার্থীরা ফের সড়কে নেমে আসেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×