ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীরা


2024-Novemer 18/Science lab clash student.jpg

ঢাকা সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। সিটি কলেজের শিক্ষার্থীদের তাদের কলেজের প্রধান ফটকের সামনে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করছেন, ইট-পাটকেল ছুড়ছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

Your Image

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে গেছে।

প্রাপ্ত তথ্যমতে, শিক্ষার্থীদের আন্দোলনে কয়েক দিন বন্ধ থাকার পর বুধবার (২০ নভেম্বর) থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে। অন্য দিকে, ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে বুধবার (২০ নভেম্বর) বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্স ল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে, বিকাল চারটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। গোটা এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এ নিয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের প্রধান ফটক তুলে নিয়ে এসেছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×