জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার চাকরিপ্রার্থীর বিক্ষোভ


Feb 2025/Job protest.jpg

ফলাফল বাতিল হওয়া ৬ হাজার ৫৩১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়েক হাজার চাকরিপ্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।  
 
তারা জানান, সরকারি প্রাথমিক শিক্ষকদের ৩ দফায় নিয়োগ পরীক্ষা হলেও প্রথম এবং দ্বিতীয় দফায় শিক্ষকদের নিয়োগ দিয়ে তৃতীয় দফার নিয়োগ স্থগিত করা হয়।
 
গত ৩১ অক্টোবর তৃতীয় দফা নিয়োগ পরীক্ষায় চুড়ান্ত ফলাফল ঘোষণা করে সরকার। তবে পরবর্তী ৩১ জন অপেক্ষমান প্রার্থীর একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
  
এতে অনিশ্চিত হয়ে পড়ে চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রার্থী। অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানান তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×