এখনও নতুন পাঠ্য বইয়ের অর্ধেকও পায়নি শিক্ষার্থীরা


Feb 2025/Book.jpg

জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। 

এনসিটিবির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান বলছেন, ‘দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও, দেরিতে বই পাবার অন্যতম কারণ।’

এই মুহূর্তে দশম শ্রেণিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বই ছাপানোর কাজ চলছে বলেও জানান তিনি। একই সাথে আশ্বস্ত করেন, চলতি মাসেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে যাবে। 

রাজধানীর উদয়ন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ভার্সনের ক্লাস রুমে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাস করছে ফটোকপি করা বই দিয়ে। তাদের ইংরেজী ভার্সনের কোন শিক্ষার্থীই এখনও কোন বই হাতে পায়নি।

প্রাথমিকের শতভাগ এলেও মাধ‍্যমিকে চাহিদার অর্ধেক বই এসেছে। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ভার্সনে একটি বইও যেমন হাতে আসেনি তেমনি বাকি তিনটি ক্লাসের জন্য তিনটি করে বই পেয়েছেন শিক্ষার্থীরা। 

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আরিফুর রহমান বলেন, ‘মূল ধারার বাংলা ভার্সনে অষ্টম ও দশম শ্রেণীতে সব বই পেলেও বাকি দুটি শ্রেণীতে মাত্র তিনটি বিষয়ের বই পেয়েছে শিক্ষার্থীরা।’

এনসিটিবির হিসেবে ৪০ কোটি বইয়ের অর্ধেক এখনও শিক্ষার্থীদের হাতে পৌছায়নি। দেরিতে ছাপাতে দেওয়ার বাস্তবতা সাথে ছপাখানার মালিকদের অসহযোগিতাকে সামনে আনছেন রিয়াজুল হাসান।

তিনি বলেন, ‘চলতি মাসের মাঝামাঝিতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই পৌছে যাবে। আর মাধ‍্যমিক সহ বাকি বই শিক্ষার্থীদের হাতের পেতে সময় লাগবে এ মাসের পুরোটাই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×