কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ, থমথমে পরিস্থিতি
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৪৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ছয় দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কোনো অ্যাকাডেমিক কার্যক্রম হয়নি প্রতিষ্ঠানটিতে।
কুয়েটের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর একটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে কুয়েট ছাত্রদল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
এর আগে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে মঙ্গলবার সারধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। এদিন সকালে মারধরসহ বিভিন্ন অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে উপাচার্যের বাসভবনের সামনেও তারা বিক্ষোভ করেন। দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও শিক্ষার্থীরা। একপর্যায়ে বাধে সংঘর্ষ। এতে অর্ধশতাধিক আহত হন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরিয়ে দেয় তাদের।
যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথবাহিনী।