৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন


15Feb Naeem/bcs-dw.webp

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই মৌখিক পরীক্ষা আগাম ৬ মার্চ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×