সচিবালয় অভিমুখে মঙ্গলবারও পদযাত্রা করবেন এমপিও শিক্ষকরা


March 2025/MPO teacher.jpg

শতভাগ উৎসব ভাতা চালু না হলে এসএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া শিক্ষকরা ফের পদযাত্রা কর্মসূচি ডেকেছেন।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী গণমাধ্যমকে বলেন, “দাবি আদায়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আমরা ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করব।

‘শিক্ষা উপদেষ্টা আমাদের বিভিন্ন ভাতা পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আশ্বাসে বিশ্বাস করে আবার প্রতারিত হতে চান না। আমরা স্পষ্ট ঘোষণা বা লিখিত আদেশ চাই।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দিন ধরে আন্দোলন চালিয়ে আসা শিক্ষকদের এই জোট সোমবার দুপুরে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করে। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়।

‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে তারা আন্দোলন চালিয়ে আসছেন।

তাদের দাবির মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং সরকারি কর্মচারীদের মত একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাও রয়েছে।

দেলাওয়ার হোসেন আজীজী বলেন, ‘এই কর্মসূচির সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থও জড়িত। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে একজন শিক্ষার্থীকে মাসে ২০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত বেতন দিতে হয়।’

‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলে শিক্ষার্থীরা ১০ থেকে ১৫ টাকা মাসিক বেতনে পড়াশোনা করতে পারবে।’

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ‘সবচেয়ে অবহেলিত’ মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গত ১৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেন, ‘তাদের জন্য যতদূর করার, আমি চেষ্টা করব।’

‘এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইন বদলির ব্যবস্থা করছি। তারা যে ভাতা পান তা অপ্রতুল। আমাদের সীমিত সাধ্যের মধ্যে ভাতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×