চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৬.৬১ শতাংশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৩৩ পিএম, ২৪ মার্চ ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশ করেন ১৭ হাজার ৯৭ জন বা ৩৬.৬১ শতাংশ শিক্ষার্থী। মেধা তালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯১.৫০ নম্বর।
সোমবার ( ২৪ মার্চ ) সন্ধ্যা ৭.৩০ টায় এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। বিস্তারিত ফলাফল পরবর্তীতে নিজ নিজ প্রোফাইলে লগইন করে দেখতে পারবেন। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার।
চলতি মাসের ২২ মার্চ "ডি" ইউনিটের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়। চবির "ডি" ইউনিটে ৯৫৮ টি আসনের বিপরীতে আবেদন করেন ৬০ হাজার ৫২২ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়েছেন ৬৩ জন ভর্তি পরীক্ষার্থী।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রেজাল্ট দেখতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভর্তি পরীক্ষা কমিটির সাথে মিটিং করে আমরা পরবর্তীতে সাবজেক্ট চয়েস ও ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব।