জুয়ার প্রচারণায় বুবলী!
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৪
ঢাকার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন একের পর এক। তবে, বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। গেল বুধবার (২০ নভেম্বর) নিজের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটেন শবনম বুবলী। সম্প্রতি তার ফেসবুক ঘুরে দেখা গেছে, জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিও শেয়ার করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজে সেই ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার সংবাদ।
প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী।....একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস ও ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।...শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কর না।....জেতার আনন্দ উপভোগ কর, নিরাপত্তার স্বার্থে।...যেখানে খেলা শুধু জেতার জন্য।’
সাধারণত চলচ্চিত্র নায়িকা শবনম বুবলী তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সকলের জন্য উন্মুক্ত রাখেন। তবে, জুয়ার অ্যাপের প্রচারণামূলক ভিডিওটির পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। কেউ কেউ বলেন, বুবলীও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন!
বলে রাখা ভাল, সম্প্রতি ‘পিনিক’ নামে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তার নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।