যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কী যন্ত্রণা!
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৪
অজপাড়া গাঁ থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরীমণি হয়ে ওঠা অনেকটা চলচ্চিত্রের কাহিনির মতই। মাকে হারিয়েছেন খুব কম বয়সেই; তার পিতাও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী। গত বছরের ২৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।
দেখতে দেখতে পরীমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো শনিবার (২৩ নভেম্বর)। নানার প্রথম মৃত্যু বার্ষিকীতে বরিশালেই আছেন পরীমণি। আয়োজন করেছেন দোয়া-মাহফিলের।
এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দুলাইন তুলে দিয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) নিজেরর ফেসবুকে পরীমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা!
পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, কথাগুলো সত্য...।
নায়িকার সাথে একমত হয়ে অন্য একজন লিখেছেন, যার চলে যায় সেই বোঝে।
অন্য দিকে, ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজবাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।