আমাদের শেষ দেখা হলোই না!
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়িকা পরীমণি। পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। মারা গেছেন এ নির্মাতা।
বেশ কিছু দিন পূর্ব আচমকা অসুস্থ হয়ে পড়েন শাহ আলম মণ্ডলে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনের বহু তারকারা শোক জানিয়েছেন। এ তালিকায় আছেন পরীমণিও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সাথে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন। পোস্ট করে এ অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’
শাহ আলম মন্ডন তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। নির্মাতার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে পরীমণি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান। শাহ আলাম পরিচালিত অন্য দুইটি চলচ্চিত্র হল ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।