আতিফ আসলামের কনসার্ট নিয়ে নালিশ, আয়োজকদের দুঃখ প্রকাশ


30 November/Atif Aslam.jpg
আতিফ আসলাম

পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। বাংলাদেশে রয়েছে তার অগণিত ভক্ত। আতিফ আসলামকে নিয়ে শুক্রবার (২৯ নভেম্বর) নিয়ে আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামে কনসার্ট। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন আতিফ আসলাম। এ দিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আবদুল হান্নান।

Your Image

ট্রিপল টাইম কমিউনিকেশনস এই কনসার্টটির আয়োজন করে। কনসার্টে অংশ নেয়া দর্শকরা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা কনসার্টে অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ আনেন আয়োজকদের নিয়ে। ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার (২৯ নভেম্বর) রাত আটটা ৪৫ মিনিটের দিকে মঞ্চে ওঠেন আতিফ। আর কনসার্ট শুরু হয় শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল চারটার পর থেকে। এমনকি আতিফ গান গাওয়ার সময় বিদ্যুৎ চলে যায়- এমন অভিযোগও উঠেছে। এবার এই কনসার্টটি নিয়ে কথা বললেন আয়োজকরা। তারা ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে বলা হয়, ‘দেশি-বিদেশি এত বড় মাপের সব শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। এই কনসার্টে দর্শকদের ভালবাসা আমাদের জন্য ছিল অন্য এক মাত্রায়। আমাদের গেট খোলা হয়েছিল শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর একটার পরে এবং নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ বিকাল সাড়ে তিনটায় কনসার্ট শুরু করা ছিল আমাদের জন্য বিশাল সাফল্যের ব্যাপার।’ 

বিভিন্ন অভিযোগ উঠলেও বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা বলেন, ‘কনসার্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরটি সত্য নয়। বিদ্যুৎ পুরোটা সময় সচল ছিল। তবে, মাঝখানে কয়েক মিনিটের জন্য সাউন্ড সংযোগে সামান্য ত্রুটি হয়েছিল, যা আমরা দ্রুত সমাধান করেছি। এছাড়া, কনসার্টের মূল ফটকে সন্ধ্যার দিকে কিছু বহিরাগত বিনা টিকিটে ভেনুতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল। তবে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পুলিশের ও বাংলাদেশ আর্মির সহযোগিতায়।’  

এত বড় আয়োজনে ভুল ত্রুটির কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করে আয়োজকরা বলেন, ‘দর্শকদের অকুণ্ঠ ভালবাসা আমাদের আপ্লুত করেছে। তবে, এত বড় আয়োজনে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইতোমধ্যেই ত্রুটিগুলোর প্রতি দৃষ্টি দিয়েছি, যাতে ভবিষ্যতে আরও দারুণ ও স্মরণীয় কনসার্ট দর্শকদের উপহার দিতে পারি।’  

আয়োজনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে একটি বিশেষ ডকুমেন্টারি দেখানো হয়, যা দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়েছে। আর আতিফ নিজে মাইকে বলেছিলেন, ‘এই রাতটি সত্যিই ম্যাজিকাল।’ 

কনসার্ট নিয়ে অভযোগ থাকলেও আতিফ তার একের পর এক জনপ্রিয় গান দিয়ে উপস্থিত ভক্তদের মাতিয়ে রাখেন। আতিফের সুরে মেতে উঠে কনসার্ট।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×