‘বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল’


30 November/Tasnuva Tisha.jpeg
তাসনুভা তিশা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি আলোচনায় এসেছেন শাকিব খানের সাথে চলচ্চিত্র করার আগ্রহ প্রকাশ করে। এরই মধ্যে গুরুতর একটি অভিযোগ আনেন অভিনেত্রী। তার দাবি, লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক। এরপর আরেক মন্তব্য করে ফের ভাইরাল হলেন তিশা।

Your Image

‘বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল’- এমন মন্তব্য করেছেন তাসনুভা তিশা। ব্যক্তিজীবনে ২০১৪ সালে ভালবেসে ফারজানুল হককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে ছিল তার এক মেয়ে ও এক ছেলে। কিন্তু, বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় এই অভিনেত্রীর সংসার। ২০১৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা।

কয়েক বছর ‘সিঙ্গেল মাদার’ থাকার পরে ২০২২ সালে বেশ ঘটা করে মো. আসকারকে বিয়ে করেন অভিনেত্রী। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার ও অভিনয় চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানান, বিয়ে করাটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল।  
 
সেই কারণ খোলাসা না করলেও এ সময় অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। তবে তারা যদি নিজ থেকে কখনও বিয়েতে আগ্রহী হয়, তবে আটকাব না।’

তিশা আরও বলেন, ‘বিয়ে বিষয়টা বহু বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে, আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা।’
 
সম্প্রতি তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সাথে তার প্রেমের সম্পর্ক নেই। 
  
বলে রাখা ভাল, তাসনুভা তিশা ২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি ২০২০ সালে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মনোজ কুমার প্রামাণিকের সাথে কাজ করেন। তিনি রয়েল ক্যাফের বিজ্ঞাপন করেন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ সালে তার অভিনীত ‘তুমি এত ভাল কেন’ মিউজিক ভিডিও মুক্তি পায়। তিনি সুমিত সেনগুপ্তের সাথে ‘বিশুদ্ধ ভালবাসা’ নামে আরেকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। এরপর অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×