বলিউডের যার সাথে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী


Jan 2025/Ritavari.jpg

কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রেমের গুঞ্জনে তুঙ্গে ছিলেন। নয়া বছর প্রেম থেকে বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। দীর্ঘ দিনের প্রেমিক বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।

সুমিত অরোরার সঙ্গে একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন ঋতাভরী। বলিউডের অন্দরে পাকাপাকিভাবে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী। তবে ঋতাভরী এর আগে বলিউডে চলচ্চিত্রও করেছেন।

এবার বড়দিনে ঋতাভরী টালিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে।

সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।

জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জাওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়া, সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও লিখেছেন তিনি।
 
২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×