চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার লিটনকে বিদায়ী সম্মাননা ও প্রীতি উপহার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫১ পিএম, ১৪ জানুয়ারী ২০২৫
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার লিটনের বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক পদে যোগদান উপলক্ষে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতাভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সংস্কৃতিকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি নাট্যজন খালেদ হেলাল।
ফোরামের সাধারণ সম্পাদক নাট্যজন মুহম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অভ্যুদয় সঙ্গীত অঙ্গন ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম। এরপর মোসলেম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, তার হাতে তুলে দেয়া হয় কৃতজ্ঞতাস্বরূপ সম্মাননা স্মারক ও প্রীতি উপহার।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যজন ম সাইফুল আলম চৌধুরী, অলক ঘোষ পিন্টু, আকবর রেজা, আহমেদ ইকবাল হায়দার, শিশির দত্ত ও সনজীব বড়ুয়া, সম্মিলিত আবৃত্তি পরিষদের মিশফাক রাসেল ও সেলিম রেজা সাগর, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার দীপেন চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের প্রণব চৌধুরী ও ফারুক তাহের, নৃত্য-শিল্পী সংসদের শুভ্রা সেনগুপ্ত, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অনির্বাণ ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের শামসুল কবির লিটন, চবির নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ, নাট্যজন শুভ্রা বিশ্বাস, কুন্তল বড়ুয়া, সুচরিত দাশ খোকন ও সুচরিত চৌধুরী টিংকু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিল্পের সঙ্গে লিটনের সখ্যতা আজীবন থাকবে। সংস্কৃতির ক্ষেত্রে কারিগরী ব্যাপারে অনেক শূন্যস্থান পূরণ করেছেন। সংস্কৃতির একজন অপরিহার্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার সৃজনশীল ব্যক্তি হিসেবে যে কাজ করেছেন, তা অতুলনীয়। সংস্কৃতির যে ঐক্যের মেলবন্ধন গড়ে তুলেছিলেন তা এগিয়ে নিতে হবে। নাটকের মানুষ হলেও মোসলেম উদ্দিন সিকদার শিল্পের প্রতিটি শাখায় তার অবদান রয়েছে। আলোক শিল্পী, নাট্য-নির্দেশক, অভিনেতা।
শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লিটন বলেন, ‘সবার সার্বিক সহযোগিতায় আমার দুর্গম পথ পাড়ি দিয়েছি। এখানে কাজ করা অনেক কঠিন। সেক্ষেত্র সবার সহযোগিতা পেয়েছি। আমার শিল্পের পথচলা এই চট্টগ্রামে। শিল্পের জগতে আমার যাকিছু অর্জন এই চট্টগ্রামে। আমি অফিসিয়ালি ঢাকা যাচ্ছি কিন্তু আমি চট্টগ্রামের মানুষ।’
আয়োজনে সহযোগিতায় ছিল চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম নৃত্য শিল্পী সংসদ, চট্টগ্রাম নজরুল শিল্পী সংস্থা, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা ও জাতীয় রবীন্দ্রসংগীত পরিষদ চট্টগ্রাম অঞ্চল।