সাইফ আলী খানকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত


November 16/saif_20250116_092301175.jpg

গুরুতর আহত হয়ে হাসপাতালে বলিউড তারকা সাইফ আলী খান। বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিক ধারণা ভারতীয় পুলিশের। 

ওই দুষ্কৃতকারী সইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত বিপদমুক্ত সাইফ আলী খান। এরইমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার মূল কারণ উদঘাটন করতে নেমেছে তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×