সাইফ-কারিনার যে ছবি পোস্ট করে সমালোচনার ঝড়ে শত্রুঘ্ন সিনহা


Jan 2025/Satragna.jpg
শত্রুঘ্ন সিনহা

ইন্টারনেটে সমালোচনার ঝড়ে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা, অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস করার পরও নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি। সংবাদ ফ্রি প্রেস জার্নালের।

এক্স হ্যান্ডেলে রোববার (১৯ জানুয়ারি) সমবেদনা জানিয়ে একটি স্ট্যাটাস দেন অভিনেতা।
 
লেখেন, যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না। তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কাপুরের পৌত্রী কারিনা ও তার পরিবারের প্রতি।
 
শত্রুঘ্ন আরও লেখেন, এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জলঘোলা করবেন না।
 
এমন মন্তব্যে নেটিজেনদের কোন সমালোচনার শিকার না হননি অভিনেতা। তবে এ লেখার সঙ্গে আপলোড করা একটি ছবির জন্য ট্রলের শিকার হচ্ছেন তিনি।
 
শত্রুঘ্ন তার স্ট্যাটাসে যে ছবি আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে বেডে শুয়ে আছে সাইফ আলি খান। তার পাশে বসে আছেন তার স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর। দুইজনেই হাসিমুখে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। তবে এ ছবি জীবনের অংশ নয়, বরং তা তৈরি করা হয়েছে এআই প্রযুক্তি দিয়ে। আর এতেই অবাক বনে যান অনেক ভক্ত।

অন্তর্জালে একজন লেখেন, এমন নকল ছবি দিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কীভাবে? আরেকজন লেখেন, এআই ছবি ব্যবহারের কী প্রয়োজন ছিল স্যার?
 
উল্লেখ্য, বুধবার (১৫জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে ছয় বার ছুরিকাঘাতের শিকার হন সাইফ। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সফল অস্ত্রোপচারের পর সাইফকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থান থেকে সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায় ক্ষতস্থানে ঘা হওয়ার শঙ্কা রয়েছে এখন। এ মুহূর্তে লীলাবতী হাসপাতালেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×