‘বিগ বস ১৮’-এর আকর্ষণ আমির খান, ট্রফি জিতলেন করণবীর
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৬ পিএম, ২০ জানুয়ারী ২০২৫

ভারতের রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ী হয়েছেন অভিনেতা করণবীর মেহরা। রোববার (১৯ জানুয়ারি) রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। পুরো অনুষ্ঠান জমিয়ে রাখেন অভিনেতা সালমান খান। এ দিন বিজয়ীর নামও ঘোষণা করেন তিনি।
করণবীর মেহরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ লাখ রুপির নগদ পুরস্কার সঙ্গে সোনার ট্রফি। পুরষ্কার পেয়ে উচ্ছ্বসিত করণবীর।
এবার গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও ফাইনালিস্ট ছিলেন ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।
রোববার ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথম বারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা।
সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’
বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর। বিজয়ীর নাম ঘোষণার আগে, ‘বিগ বস-১৮’-এর সেরা ছয় ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান।