ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ


Jan 2025/Mostafa Zahid.jpg
মুস্তফা জাহিদ

‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর জানিয়েছেন গায়ক নিজেই।

জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন। একটি স্বল্প সময়ের ভিডিও আপলোড করে মুস্তফা জানান, বাংলাদেশে আসছেন তিনি।
 
সোমবার (২০ জানুয়ারি) রাতে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।
 
আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো জিন্স ও কালো প্রিন্ট টিশার্টের সঙ্গে গর্জিয়াস একটি চশমা পরে আছেন মুস্তফা। ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসে বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।
 
মুস্তফা জাহিদ বলেন, `আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো ও টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।’
  
শোনা যাচ্ছে, পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান ও লেভেল ফাইভসহ বেশ কয়েকটি ব্যান্ড দল।
 
ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।
 
বলে রাখা ভাল, মুস্তফা জাহিদ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’ সিনেমার বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×