সেই অটোচালকের সাথে দেখা করলেন সাইফ


Jan 2025/Saif Bhojon.jpg

ছুরিকাঘাতের হামলার পর সাইফ আলী খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই, তড়িঘড়ি কোন রকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেই অটোচালকের নাম ভজন সিং। এবার সুস্থ হয়ে সেই অটোচালকের সাথে দেখা করলেন সাইফ।

জানা গেছে, উত্তরাখন্ডের মানুষ ভজন। দীর্ঘ দিন ধরেই মুম্বাইয়ের রাস্তায় অটো চালাচ্ছেন তিনি। বাকি দিনগুলোর মতো গেল ১৬ জানুয়ারি ভোররাতেও নিজের অটো নিয়ে বাড়ি ফিরছিলেন ভজন। এমন অবস্থায় নিজ বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন সাইফ। একেবারে দেবদূতের মতো অভিনেতার সামনে হাজির হয়ে সাইফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।

হাসপাতালে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে গেল মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন সাইফ। তবে সুস্থ হলেও কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে। হাসপাতাল ছাড়ার আগে সাইফ দেখা করলেন ভজনের সঙ্গে। শুধু তাই নয়, জড়িয়ে তাকে জড়িয়ে ধরার পাশাপাশি ছবিও তোলেন ভজনের সঙ্গে।

সাইফের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় গণমাধ্যমে ভজন বলেন, ‘তারা আমাকে বিকেল ৩টা ৩০ মিনিটে আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। কিন্তু হাসপাতালে পৌঁছাতে একটু দেরি করে ফেলেছিলাম। তবুও সেখানে গিয়ে সাইফের খানের সঙ্গে দেখা করেছি।’

অটোচালক আরও বলেন, ‘যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তার পরিবারও সেখানে ছিল। সাইফের মা ও সন্তানেরাও সেখানে উপস্থিত ছিল। তাদের তরফ থেকে অনেক সম্মান দেওয়া হয়েছে আমাকে।’

ভজন বলেন, ‘আজ আমাকে আমন্ত্রণ জানানো হলো, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি সাইফকে বলেছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আপনার জন্য প্রার্থনা করেছি, সব সময় সেই প্রার্থনা করে যাব।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×