আজিজের সাথে সাক্ষাতের পর যা বললেন নুসরাত ফারিয়া


Jan 2025/Nusrat Faria.jpg

দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সাথে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগী পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানিয়েছেন, চলতি বছরেই রুপালি পর্দার ক্যারিয়ারে ১০ বছর পূর্তি তার। নতুন সিনেমায় অভিনয় করার সুখবরেরও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

বুধবার (২২ জানুয়ারি) ফেসবুকে রাতে একটি স্ট্যাটাস দেন নুসরাত। ওই স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ সময় শোবিজ অঙ্গনে কাজ করলেও সিনেমায় ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। কৃতজ্ঞতা স্বীকার করে নুসরাত জানান, তার চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন পূরণে বড় অবদান প্রযোজক আবদুল আজিজের।
 
অভিনেত্রী আরও জানান, একের পর এক ভালো সিনেমা তৈরি করে তা দর্শকদের উপহার দেয়ার প্রচেষ্টা সব সময়ই আবদুল আজিজের মধ্যে কাজ করে। সম্প্রতি দীর্ঘ সাত বছর পর তার সঙ্গে দেখা হয়েছে অভিনেত্রীর।
 
সে মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নায়িকা ক্যাপশনে অনুভূতি জানিয়ে লেখেন, ‘ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’। তাই খুব শিগগিরই জাজ মাল্টিমিডিয়ার নতুন কোনো সিনেমার কাজে অংশ নিতে চলেছেন নুসরাত, সে সুখবরই আন্দাজ করছেন ভক্ত ও নেটিজেনরা।

পাঠকের জন্য নুসরাত ফারিয়ার সে পোস্ট তুলে ধরা হল-
 
‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’
 
‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া চিত্রনায়িকা হবার স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মত আনন্দ।’
 
ক্যারিয়ারে আরজে হিসেবে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দর্শকদের নজর কাড়েন। ধীরে ধীরে বিজ্ঞাপনে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। সে জনপ্রিয়তায় হাতে পান জাজ মাল্টিমিডিয়ার সিনেমার কাজ। বর্তমানে গানের ভুবনেও জনপ্রিয় হয়ে উঠেছেন গুণী এ অভিনেত্রী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×