জামিন পেয়ে যা বললেন পরীমণি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:২৩ এম, ২৭ জানুয়ারী ২০২৫

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি। আজ সোমবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করেন নায়িকার।
এদিন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন।শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
এরপর আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের পরীমণি বলেন, আপনারা গতকাল (রোববার) থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাব। আপনারা আমার সঙ্গে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।
এরপর বলেন, আপনারা সবাই আমাকে সাহস জুগিয়েছেন। আমার খুব বিশ্বাস ছিল আজ জামিন নিতে আসব এবং জামিন পেয়ে যাব। আপনাদের ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। এরকম ভালোবাসা নিয়ে জয় নিয়ে যেন শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারি। আমার জন্য দোয়া করবেন।
পরীমণিকে দমানোর জন্য মামলাটি করা হয়েছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, এটা তো খুবই পরিষ্কার। আমি মামলা করার আড়াই বছর পর পাল্টা মামলা করা হলো। আমাকে দমানোর জন্যই এটা করা হয়েছিল। এটা বিচারাধীন। আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব।
সবশেষে অভিনেত্রী বলেন, আপনারা সবাই জানেন চার বছর আগের ঘটনা। আমি দ্বারে দ্বারে ঘুরে শেষ পর্যন্ত মনে হয়েছে আদালত থেকে ন্যায় বিচার পাব। আমি এখান থেকে আশাহত হতে চাই না। বিশ্বাস রাখতে চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক।
এর আগে এ মামলায় গতকাল রোববার পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারির আদেশ দেন আদালত। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।