দুই সপ্তাহ ধরে দাঁড়াতে পারছেন না রাশমিকা


Jan 2025/Rashmika stand.jpg

বলিউডের ভাইজানখ্যাত সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের মাঝে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা আহত হন।

রাশমিকার ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, ‘সম্প্রতি জিমে গিয়ে আঘাত পেয়েছেন রাশমিকা মান্দানা। বিশ্রামে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যার কারণে তার পরবর্তী প্রজেক্টের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাশমিকা এরই মধ্যে বেশ ভালো বোধ করছেন। খুব শিগগির শুটিংয়ে ফিরবেন তিনি।’

তবে আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’ খ্যাত এই তারকা।

সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার তথ্য জানিয়েছেন।

ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, আমার বর্তমান জীবন। ‘ছাভা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং, আমিও করব না।
 
এখনও নিজের পায়ে দাঁড়াতে না পারার খবর জানিয়ে রাশমিকা লেখেন, ‘গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি।’

তিনি আরও বলেন, ‘দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। আপনাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।’

এর আগে, সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি ও রাশমিকা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×