পপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিলেন মা


Feb 2025/Popy.jpg

চলচ্চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একাধিক অভিযোগ করলেন অভিনেত্রীর মা মরিয়ম বেগম। জানালেন এর আগেও একাধিক বার ভাই-বোনদের ঠকিয়ে পারিবারিক জমি দখল করেছেন অভিনেত্রী। তাই, পপির বিরুদ্ধে সঠিক বিচার চান তিনি।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন।
 
জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল।
 
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন।
 
জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দেন। এ সময় পপি ও তার স্বামী ফিরোজা, মরিয়মকে ভয় দেখান ও মেরে ফেলার হুমকি দেন।
 
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরেই স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি দখলের চেষ্টা করছে।
 
এর আগেও পারিবারিক জমি দখল করেন পপি। সে প্রসঙ্গে মরিয়ম বলেন, ‘আমার স্বামী আমির হোসেন জীবিত থাকা অবস্থাতেই পারিবারিক জমি ১১ কাঠার মধ্যে পপি নিজের নামে ৫ কাঠা লিখে নিয়েছিল। ওই সময় পেশী শক্তি দিয়ে আমাদের ভয় দেখানো হয়েছিল। উপায় না পেয়ে নায়ক আলমগীর সাহেব, জায়েদ খানসহ আরও দুয়েকজনকে জানাই। তারা পপিকে বিষয়টি সমাধানের কথা জানালেও পপি থামছেই না।’

মরিয়ম আরও বলেন, ‘এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। পপি ছাড়াও আমার আরও ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তাদের হুমকি দিচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি।’
  
ফিরোজা আরও বলেন, ‘স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
 
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×