সাইফ-কারিনার সংসার ভাঙছে ?


5Feb 2025 (Naeem)/sai-kar.webp

জানুয়ারি মাসে সাইফ আলি খানের উপর আততায়ীর হামলার ঘটনা এখনও আলোচনায় রয়েছে। প্রায় একমাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি!

‘ছোটে নবাবে’র উপর হামলার ভয়াবহ ঘটনায় যখন পতৌদি পরিবার উদ্বিগ্ন, ঠিক সেই সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বেবোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ে-ডিভোর্স নিয়ে কী এমন  ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা যা নিয়ে এত হইচই শুরু হয়েছে?

কারিনা কাপুর পোস্টে জীবনের কঠিন সময়ে নম্র বা বিনীত থাকার পাঠ দেওয়া হয়েছে।

কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সবথেকে বেশি স্মার্ট।’

এই পোস্ট মুহুর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান বেবো এমনিই এমন দার্শনিক পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, সাইফের হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে, সেটিরই জবাব দিয়েছেন এই অভিনেত্রী। 

উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে শুরু করেন ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×