স্কেচ গ্যালারি নন্দন জীবনসঙ্গী নাট্যশিল্পী সম্মাননা পাচ্ছেন দুই নাট্যদম্পতি
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অজস্র নাট্যকর্মীর সহস্রদিবসের শ্রমে ঘামে প্রেমে গড়ে উঠেছে আমাদের নাট্যসড়ক। এ সড়ক কখনোই মসৃণ ছিল না। বন্ধুর নাট্যপথে দুরন্ত স্বপ্ন আর অপরিমেয় সাহস নিয়ে হেঁটেছে আমাদের নাট্যকর্মীরা। নাটককে ভালোবেসে তারা উজাড় করে সঁপেছেন নিজেকে। রৌদ্র তাপে হেঁটে হেঁটে নাটকের বন্ধুর প্রান্তরে খুঁজেছেন জীবনের পূর্ণতা।
অনেকে ধ্রুপদী মেলবন্ধনে সহযাত্রীকেই করেছেন জীবনের ধ্রুবতারা। তখন তাদের কাছে সমার্থক হয়ে গেছে নাটক, জীবন আর সংসার। নাটকের মঞ্চকে ঘিরে তারা ছড়িয়েছেন শিল্প ও জীবনের সমূহ ডালপালা।
যুগপৎ নাট্য ও জীবনসাধনায় মগ্ন এই জীবনসঙ্গী নাট্যশিল্পীদের হার্দ্য সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে সময়ের প্রয়োজন মেটাতে তারুণ্যের শক্তিতে ভর করে সৃষ্ট, সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকগুলো উপস্থাপনে প্রয়াসি স্কেচ গ্যালারি-নন্দন।
সে প্রচেষ্টার প্রথম পর্বে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নাট্যাঙ্গনের দুই নাট্যদম্পতি জোবায়দুর রশিদ- মাফতুহা মুনমুন এবং মোহম্মদ আলী হায়দার- সামিনা লুৎফা নিত্রাকে সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী নওমান এ আলম খান।