রমজানে মাসব্যাপী ডিপজলের ইফতার আয়োজন


Jan 2025/Feb 2025/dipjol-1741020246.webp

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন করেন। আর রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো মাসজুড়ে ইফতার আয়োজন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

রাজধানী ঢাকার গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকায় প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে এ অভিনেতার প্রতিনিধিরা। প্রিজন ভ্যান করে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পঁচটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক পোস্টে বিষয়টি জানান ডিপজল। ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’

খল-অভিনেতা ডিপজলের ইফতার বিতরণ কার্যক্রমের এসব ছবি চোখে পড়েছে নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছেন। কেউ কেউ তার মতো করে অন্যসব সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

এদিকে, কিছুদিন আগেই গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ হয়েছে। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর সেখানে একটি মাদরাসার কাজ চলছে। আর মাদরাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন খল-অভিনেতা নিজেই।

প্রসঙ্গত, ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমায় এখন মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন এ অভিনেতা।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×