শাহিদের সাথে বিচ্ছেদের কারণ জানালেন কারিনা


March 2025/Shahid Kareena.webp

বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শাহিদ কাপুর। একসাথে সিনেমা করার পর তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে চর্চাও চলে বহু দিন। কিন্তু সে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।

তাদের সম্পর্ককে দুই পরিবারও এতে সম্মতি দিয়েছিলেন। অনুরাগীদের পছন্দের জুটি ছিলেন তারা। কিন্তু ভুল বোঝাবুঝির পর দুইজন দুইজনার দুইটি পথ বেছে নেন।
 
তবে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জাব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শহিদের বিচ্ছেদ ঘটে।

তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এত দিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খোলেননি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল।

কারিনার কথায়, শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না।

তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই।

এদিকে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা সাধারণত শাহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি। তবে প্রাক্তনের প্রতি এখনও শুভ কামনা রয়েছে কারিনার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×