অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন


March 2025/Pamela.jpg
পামেলা বাক

মার্কিন অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। তিনি বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর অভিনেত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন অভিনেত্রী।

৬২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী।
 
পামেলা তার ক্যারিয়ারের শুরুতে ‘বেওয়াচ’-এ কেয় মরগ্যান চরিত্রে অভিনয় করেন। পরে ১৯৮৫ সালে হাসেলহফের সঙ্গে ‘নাইট রাইডার’-এ অভিনয়ে তিনি খ্যাতির তুঙ্গে উঠে আসেন।
 
৯ বছর বয়সে তিনি প্রথম অভিনয় শুরু করেন। এরপর ইন্ডাস্ট্রির বিশিষ্টজনের পরামর্শে তিনি অভিনয়শিল্পে জীবন কাটিয়ে দেন। তার অভিনীত বিখ্যাত সিরিজ ও সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’ ও ‘সাইরেনস’ ইত্যাদি।

ডেভিড হাসেলহফ ও পামেলা বাকের দাম্পত্যের ২০ বছরে তাদের দুই সন্তান রয়েছে। আত্মজীবনীতে ডেভিড হাসেলহফ উল্লেখ করেছেন, প্রথম বার পামেলার সঙ্গে তার পরিচয় হয়েছিল ‘নাইট রাইডার’ শোতে। পরবর্তী ১৯৮৮ সালে তারা আবার একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুতে ডেভিড হ্যাসেলহফের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ‘পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, তবে, এই চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে শোক প্রকাশ ও গোপনীয়তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×