‘ধর্ষককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন’
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২৫

হঠাৎ দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে দেশে। একের পর এক ঘটছে নারকীয় ঘটনা। এমন ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে সোচ্চার পুরো দেশ। সোচ্চার শোবিজের তারকারাও।
ধর্ষকের বিচার চেয়ে শনিবার (৮ মার্চ) রাস্তায় নেমেছিলেন যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়ে অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জানাই ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ের বোনদের, ভাইদের- যাঁরা রাত থেকে ধর্ষকের শাস্তির জন্য আন্দোলন করছেন। টনক কি নড়বে?’
তরুণ গায়ক তাশরিফ খান গান গাওয়ার পাশাপাশি সমাজের নানা ইস্যুতে সোচ্চার থাকেন। নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানান। রোববার (৯ মার্চ) এই তরুণ গায়ক তাঁর ফেসবুকে লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ/ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখতেছি!’
তরুণ অভিনয়শিল্পী যাহের আলভী স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের পথে একজন সাইকেলে, একজন হেঁটে- কিন্তু দুজনেই এগিয়ে চলেছে নিজেদের গন্তব্যে।’