জটিল রোগে আক্রান্ত ঋতাভরী


March 2025/Ritavari.jpg
ঋতাভরী চক্রবর্তী

খুব অল্প বয়স থেকেই জটিল রোগে আক্রান্ত টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুখ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সংবাদ হিন্দুস্তান টাইমসের।

স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে অংশ নিয়ে ঋতাভরী জানান ‘রেকারিং ডিপ্রেশন’ নামে জটিল একটি মানসিক সমস্যায় ভুগছেন। জিনগত এ রোগে ছোটবেলা থেকেই আক্রান্ত তিনি।
 
রোগটি সম্পর্কে বলতে গিয়ে ঋতাভরী বলেন, ‘মনরোগ বিশেষজ্ঞ ড. দেব সমস্যাটি চিহ্নিত করেন। আমার মাকে জানান, পরিবারের কোনো সদস্য থেকেই জিনগত এ রোগটি আমার মধ্যে রয়েছে। এ অসুখ সারাজীবনের। কখনও ভালো হওয়ার নয়।’

পুরনো স্মৃতি মনে করে এ নায়িকা বলেন, ‘এক বার হলুদ ট্যাক্সিতে করে বাইপাসের রাস্তায় বাড়ি ফিরছিলাম। হঠাৎ খেয়ালে গাড়ির হাতল টেনে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেই।’

এ রোগের চিকিৎসা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিকে ওষুধ নিতে হয়েছে। পরে ধীরে ধীরে ওষুধ থেকে সরে আসি। সুস্থ থাকতে, রোগটাকে নিয়ন্ত্রণ করতে যোগব্যায়াম ও শরীরচর্চার বিকল্প নেই। এ দুটি কোনো দিন না করলেই সমস্যায় পড়ি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×