ফের অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ!
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৬ পিএম, ১০ মার্চ ২০২৫

দেশে প্রতিদিনই বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। স্তব্ধ হয়েছে পুরো দেশ। এই ঘটনাকে কেন্দ্র করে সবাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য লিখছেন। বাদ যায়নি সুপারস্টার শাকিব খানও। বিচার চেয়েছেন তিনি। দেশের কঠিনতম সময়ে অভিনেত্রী শবনম বুবলীর একটি পোস্টকে কেন্দ্র করে আরেকটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।
ফেসবুকে মাগুরার ঘটনায় সবার আর্তনাদের পোস্ট ভেসে বেড়াচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের।
গত রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ভিডিওতে দেখা যায়, বুবলীপুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি, একই পাতায় নিজের হাতে লিখেছে। আর এর পর-পরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলীকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তাদের অনুরাগীরা।
সেই পোস্টে অপু লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’
অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুইটি মায়ের কথা তুলেছেন। এক- মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, দুই- অন্যজন শেহজাদের মা (বুবলী)। যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এমন পরিস্থিতিতে বুবলীর এমন পোস্টকে ‘আদিখ্যেতা’ মনে করছেন অপু বিশ্বাস
উল্লেখ্য, দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। অপু বিশ্বাসের ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। অন্যদিকে শবনম বুবলীও শাকিব খানের প্রাক্তন ঘরনী। তারও একটি ছেলে রয়েছে শেহজাদ খান বীর নামে।