ধর্ষণের বিরুদ্ধে রাজপথে নির্মাতারা


March25 Naeem/director.PNG

দেশজুড়ে চলমান বিভিন্ন সঙ্কটের মধ্যে সবচেয়ে বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুদের ওপর হওয়া সহিংসতা ও ধর্ষণ। এ নিয়ে রীতিমত টালমাটাল দেশের পরিস্থিতি। বিশেষকরে, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনায় বিস্মিত গোটা দেশ।

ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। রাস্তায় নেমে এসেছে নির্মাতারা।

নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি, সহ-সভাপতিসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পী ও নির্মাতারা।

আমাদের কণ্ঠ সোচ্চার হচ্ছে, আমরা জোড়ালো আওয়াজ করছি, আমরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা চাই এ সহিংসতা বন্ধ হোক। রাষ্ট্রকেই এই দায় নিতে হবে। আপনারা কিসের সংস্কার করছেন? নারীরা কেন রাস্তায় নিরাপদ নয়।

যুগ্ন সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ মন্টু বলেন, এই দেশ আমরা চাইনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, তিন মাসের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।‘

সহসভাপতি ফিরোজ খান বলেন, ‘সামাজিক, পারিবারিকভাবে আমরা এখন এই সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।’

নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারবো না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করবো।

নারী নির্মাতা লিপি আইচ বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষদেরও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ পুরুষদেরও করতে হবে। হ্যাঁ, পুরুষরা প্রতিবাদ করছেন। কারণ নারী-পুরুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করলেই এদেশে ধর্ষণ বন্ধ হবে। ধর্ষক এতে লজ্জা পাবে, সবার বিবেক জাগ্রত হবে।’  

নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডসের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক প্রতিবাদ করে বলেন, ‘দেশে এখন যা চলছে, তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপ্ততা চাই।’

উল্লেখ্য, মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টর গিল্ডসের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ,  প্রীতি দত্তসহ অনেকে। তারা সবাই নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে নিজেদের একাত্মতা প্রকাশ করেন।    

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×