অমিতাভের স্থান দখল করছেন ঐশ্বরিয়া!
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১১:১৫ এম, ১৩ মার্চ ২০২৫

অমিতাভ বচ্চনের সাথে তার পুত্রবধু ঐশ্বরিয়া রায় বচ্চনের দারুণ সখ্য ছিল এক সময়। তা বারবার ক্যামেরায় ফুটে উঠেছে। এখন অবশ্য সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। বচ্চন বাড়িতে সাবেক সুন্দরী থাকেন না দীর্ঘ দিন ধরে। বয়সের ভারে বলিউড শাহেনশাহ অনেক দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। শোনা যাচ্ছে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে আর দেখা যাবে না তাকে। সেই জায়গায় প্রস্তাব গেছে ঐশ্বরিয়ার কাছে।
‘কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন নাম লেখান ২০০০ সালে। তখন বেশ আর্থিক সমস্যার মধ্য পড়েন তিনি। সেসময় পাশে দাঁড়ায় সোনি এন্টারটেইনমেন্ট।
এই অনুষ্ঠান দিয়ে জীবনের নতুন অধ্যায়ে ঢুকেন কিংবদন্তি অভিনেতা। এর সঞ্চালক হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এবার শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছর পর এই শো থেকে বিদায় নিতে পারেন অমিতাভ বচ্চন। যদিও করোনা মহামারির সময়ই গুঞ্জন উঠেছিল যে তিনি সরে দাঁড়াবেন, তবে তা বাস্তব হয়নি। এরপরও ১৫তম সিজনে ফের গুঞ্জন ছড়ায়, তিনি আর ফিরবেন না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ১৬তম সিজনেও নিজের স্বভাবসুলভ উজ্জ্বলতায় পর্দায় ফিরে আসেন।
তবে সম্প্রতি তার ব্লগে লেখা কিছু কথায় ইঙ্গিত মিলছে, তিনি হয়তো এবার কাজের চাপ কমাতে চান। বয়সের ভার সত্ত্বেও তার কর্মস্পৃহা অটুট থাকলেও বারবারই অভিনেতার লেখায় ক্লান্তির ছাপ ধরা পড়ছে।
বারংবার তিনি লিখছেন বিশ্রামের প্রয়োজনীয়তার কথা। ফলে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কি অমিতাভের জায়গা নিতে চলেছেন অন্য কেউ?
গুঞ্জন অনুযায়ী, এর আগেও এক বার শাহরুখ খান শোয়ের দায়িত্ব সামলেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন!
ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, তিনিও নাকি এই প্রস্তাব পেয়েছেন। যদিও চ্যানেলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই খবর কতটা সত্য, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।