জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪২ পিএম, ১৪ মার্চ ২০২৫

তৃতীয় বিয়ের গুঞ্জনকে সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার শুভ জন্মদিন। বিশেষ এ দিনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতেই নতুন প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা।
আজ দোল পূর্ণিমার উৎসব। রঙের উৎসব আর বসন্তকে উদযাপনের এ দিনেই নিজের জন্মদিন উদযাপন করছেন আমির। ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে।
শুক্রবার (১৪ মার্চ) সকালে বেঙ্গালুরুর বাসিন্দা প্রেমিকা গৌরি স্প্র্যাটকে প্রকাশ্যে এনে আমির বলেন, ‘২৫ বছর ধরে আমাদের জানাশোনা। তবে গত ১৮ মাস ধরে আমরা একসঙ্গে আছি।’
আমির আরও বলেন, ‘এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।’
৬০ বছর বয়সে বিয়ে প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমি ভাগ্যবান, আমার সন্তানেরা এতে খুব খুশি।’
রাতের অন্ধকারে শাহরুখ ও সালমান খান বাড়িতে আসা প্রসঙ্গে আমির বলেন, ‘গত বুধবার (১২ মার্চ) মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরির পরিচয় করিয়ে দিই। তাই ব্যস্ততার মাঝেও ওরা সময় করে আমার বাড়িতে আসে।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গৌরি স্প্র্যাট আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করতেন। সেই থেকে তাদের জানাশোনা। প্রথমে আমির খানই গৌরিকে দেখে প্রেমে পড়েন।
আমির জানান, গৌরির নজরে পড়তে প্রায়ই নিজের প্রোডাকশন অফিসে গিয়ে বসে থাকতেন। কাজ নিয়ে গৌরির সঙ্গে কথা বলতেন। সুযোগ পেলে গান গেয়েও শোনাতেন তাকে।
জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নেয়ার আগে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে প্রথম বার বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এ সম্পর্কে বিচ্ছেদ হলে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। আজাদ নামে তাদের এক সন্তান রয়েছে। ২০২১ সালে এ বিয়েও ভেঙে যায়। এরপর গৌরিকে আপন করে নেন আমির। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ অভিনেতার।