যুক্তরাষ্ট্রের ডালাসে জেমসের কনসার্ট ১৪ জুন


March 2025/James.jpg

মঞ্চে নগরবাউলখ্যাত জেমস মানেই শ্রোতাদের বাঁধভাঙা উচ্ছ্বাস। এবার এই রকস্টার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে, সেখানে টেক্সাসের ডালাস শহরে গাইবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

আগামী ১৪ জুন নগরবাউল মাতিয়ে তুলবেন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টার। আয়োজকরা বলছেন, ‘এটি হবে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় ও ঐতিহাসিক এক কনসার্ট।’

ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিটফাইওস.কমে ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শীর্ষক এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানায়, বিশাল একটি ভেন্যুকে ৮টি ধাপে ভাগ করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে টিকিটের দাম ৪৯-১৫০ ডলার পর্যন্ত।

আয়োজকদের অন্যতম সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি শুধু একটি কনসার্ট নয়, আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী ভক্তদের জন্য এটি হবে বিরল এক সুযোগ। জেমস নিজেও মুখিয়ে আছেন তাঁর ভরাট কণ্ঠ আর গিটারে ঝড় তুলতে।’

এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে নগরবাউলের ১০টি কনসার্ট করার কথা থাকলেও ব্যান্ডটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে শেষ পর্যন্ত তাদের ২৫টি শো করতে হয়েছিল! এবারের সফরেও এমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নগরবাউলের বর্তমান লাইনআপে রয়েছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল, গিটার), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)। গত কয়েক মাস ধরে দেশ ও দেশের বাইরের কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছেন জেমস। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশে একাধিক কনসার্ট করেছেন তিনি। দেশগুলোতে বেশ কয়েকটি কনসার্টের শিডিউল দেওয়া আগামীতেও। ফলে বিদেশের দর্শকদের গান শোনানোর এই ব্যস্ততা সহসাই কাটছে না জেমসের।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×