৩২’-এর ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে ন্যান্সি বললেন, ‘নতুন বাংলাদেশের সূচনা’


March 2025/Nancy.jpg

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি অনেকটা সময় অবহেলিত ছিলেন নিজের জগতে। কনসার্ট কিংবা সামনের সারিতে গান গাইতে দেখা যায়নি তাকে। হাসিনা সরকার পতনের পর ফের সরব হয়েছেন সুরেলা কণ্ঠের জাদুকর।

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয় গত ফেব্রুয়ারিতে। প্রায় ১ মাস পর সেখানে গিয়ে একটি ছবি তুলেছেন সংগীতশিল্পী ন্যান্সি।

বুধবার (১৯ মার্চ) রাতে সেই ছবি ফেসবুক পেইজে প্রকাশ করেছেন তিনি। ছবিটি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সঙ্গীতশিল্পী।
 
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’

এরপরেই অপর একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’

এর আগে ঈদের আনন্দ নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এবারের ঈদ অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×