বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব


MARCH NAEEM 2ND/shakib-khan-bee.jpg

দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল মেগাস্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর। শুক্রবার (২১ মার্চ) দিনটি উপলক্ষে ছেলেকে নিয়ে আবেগঘন এক বার্তা দেন ঢালিউড কিং। এ সময় তার ভবিষ্যতের জন্য দোয়াও করেন নায়ক।

এদিন দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। 

শাকিব খান লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!'

সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা।

২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×