বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের বিশ্ব মূকাভিনয় দিবস উদযাপন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৩৮ পিএম, ২২ মার্চ ২০২৫

আজ শনিবার (২২ মার্চ) বিশ্ব মূকাভিনয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনটি বিশেষভাবে গুরুত্ব পায়, কারণ এটি ছিল ফরাসি মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর ১০২তম জন্ম বার্ষিকীর দিন।
শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি ও সংগঠক সোলেমান মেহেদী। শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম। বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। আলোচক ছিলেন মূকাভিনয়জন জাহিদ রিপন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ) মোহাম্মদ জসীম উদ্দিন; যারা মূকাভিনয় শিল্পের ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মূকাভিনয় শিল্পের পথিকৃৎ ব্যক্তিত্বদের মূকাভিনয় চর্চা নিয়ে সামগ্রিক আলোচনা করা হয়। বিশেষ করে পার্থ প্রতীম মজুমদার, কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, দেবাংশু হোর এবং বাংলাদেশের নবধারার মূকাভিনয়ের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক মূকাভিনেতা রিজোয়ান রাজনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতাউত্তর চট্টগ্রামের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন ।
বিশ্ব মূকাভিনয় দিবসের এই অনুষ্ঠানটি মার্সেল মার্সোর প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়, যিনি আধুনিক মূকাভিনয় শিল্পের পুরোধা। মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে জন্ম নেন এবং ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর তাঁর প্রয়াণের পর থেকে এই দিনটি বিশ্বব্যাপী মূকাভিনয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে।
আলোচনায় মূকাভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা দেশের মূকাভিনয় চর্চার উন্নয়ন ও প্রসারে নানা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সদস্যভুক্ত দল মিরর মাইম থিয়েটার, দ্য মামার্স, শাওন মাইম একাডেমি ও মাইম ট্রুপ মূকাভিনয় পরিবেশন করে।