মা তুলেছে ছবি, বাবার সঙ্গে কেক কেটেছে বীর


MARCH NAEEM 2ND/shakib-khan-cove.jpg

বীরের এ বছরের কেকটির আদল গাড়ির মতো। গত ২১ মার্চ চার পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে সে। বাবা শাকিব খানের সঙ্গে কেক কেটেছে সে। একবাড়িতে না থাকলেও দূর থেকে দ্বিতীয় পক্ষের ছেলে শেহজাদ খান বীরকে আগলে রেখেছেন অভিনেতা শাকিব খান।

গতরাতে বাপ-ছেলের কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শবনম বুবলী। একবাক্যে লিখেও দিয়েছেন, ‘বাপ-ছেলের ভালোবাসার কোনো সীমনা নেই।’ সঙ্গে এও জানিয়েছেন, দেরিতে পোস্ট করতে হলো ছবিগুলো! কারণ? হয়তো নতুন সিনেমা মুক্তি উপলক্ষে বেশ ব্যস্ত সময় যাচ্ছে বীরের মা, বাবা দুজনেরই। যদিও এখনও সেই অর্থে প্রচারণা শুরু করেননি দুজনার কেউই।

পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শেহজাদ খান বীরের বাবা শাকিব খানের ‘বরবাদ’ ও মা শবনম বুবলীর ‘জংলি’ নামের দুটি সিনেমা। বাবার নায়িকা ভারতের ইধিকা পাল, আর মায়ের নায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেরিয়েছে বীরের বাবা-মা দুজনার সিনেমার গানও। এখন কেবল ঈদের অপেক্ষা।

শাকিব খানের হাত ধরে ২০১৬ সালে ঢালিউডে পা রাখেন অভিনেত্রী শবনম বুবলী। পরে শাকিবের জুটি হয়ে কাজ করেছেন ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা ১২টি সিনেমায়।

২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব খান-বুবলী। ওই সময়ই ছড়িয়ে পড়ে বুবলী অন্তঃসত্ত্বা। তার গর্ভে শাকিব খানের সন্তান। যদিও কড়া নিরাপত্তায় শেষ হয় ‘বীর’ ছবির শুটিং। এরপরই আড়ালে চলে যান বুবলী। বহুদিন পর জানা যায় ছেলের মা হয়েছেন বুবলী।

সন্তান জন্মেরও বেশ কিছুদিন পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর জানানো হয়, গোপনে বিয়ে করেছিলেন বুবলী ও শাকিব। যদিও এ নিয়ে নানান বিতর্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বিনোদন জগত সেসব বিতর্ক ভুলে মন দিয়েছে তাদের অভিনয়ে। সবার প্রত্যাশা, বীরের মা-বাবা দুজনেই ঢালিউডে ভালো ভালো কিছু সিনেমা উপহার দেবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×