প্রেমের কবিতা চিত্র ‘ময়না ও অবুঝ অন্তর’
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪৬ পিএম, ২৪ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেমের কবিতা নিয়ে নির্মিত হল কবিতা চিত্র ‘ময়না ও অবুঝ অন্তর’। কবিতাকে ভিডিও আকারে চিত্রায়নের এ কাজটি পরিচালনা করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ।
অবুঝ অন্তর ও ময়না নামের দুইটির কবিতার চিত্রায়ন হলে ‘ময়না ও অবুঝ অন্তর’। কবিতা দুইটি রচনা করেছেন কবি গোলাম মাওলা জসিম।
সম্প্রতি চট্টগ্রাম সিটির সিআরবি, লেকসিটি, আকবরশাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে কবিতা চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে।
কবিতা চিত্রটি প্রযোজনা করেছে কবিতা ঘর এবং এতে অভিনয় করেছেন গোলাম মাওলা জসিম ও পুজা দাশ।
মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘আমার পরিচালনায় এই প্রথম কবিতা চিত্র চিত্রায়ন করলাম। এটি একটি ব্যক্তিক্রমী কাজ হয়েছে। আশা করি, এটি দর্শকদের কাছে ভাল লাগবে।’
আগামী ঈদের অনুষ্ঠান মালায় বিপল টিভিতে প্রচার করা হবে এ কবিতা চিত্র।