ঢাকায় ফের পাকিস্তানের শিল্পীর কনসার্ট, এবারের গায়ক কে?


March 2025/Mostafa Zahid 2.jpg
মুস্তাফা জাহিদ

ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। আগামী ১১ এপ্রিল ‘মেলোডি আনলিশড’ নামের কনসার্টে অংশ নেবেন তিনি।

মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশনের আয়োজনে কনসার্টটি হতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

আয়োজকদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গায়ক মুস্তাফা জাহিদের হৃদয়স্পর্শী গান ও শক্তিশালী কণ্ঠস্বরে জাদুকরী সন্ধ্যা উপভোগ করবেন দর্শকরা।’

জাহিদের জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি রক ব্যান্ড ‘জুনুন’ এর সাবেক প্রধান গায়ক আলি আজমতের ভাগ্নে।

২০০৭ সালের মাঝামাঝি সময় জাহিদের দুটি গান হিন্দি সিনেমা ‘আওয়ারাপানে’ ব্যবহৃত হয়। এরপর থেকে তিনি বলিউডের আরো কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন। তার জনপ্রিয় গান ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’।

দেশের কনসার্টে গেল বছর থেকেই পাকিস্তানি শিল্পীদের আনাগোনা বেড়েছে। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন জুনুনের শিল্পী আলী আজমত।

এরইমধ্যে ঢাকা ‘মাতিয়ে গেছে’ পাকিস্তানের ব্যান্ড জাল, আতিফ আসলাম ও কাভিশ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×