ছাড়পত্র পেয়েছে ‘বরবাদ’


MARCH NAEEM 2ND/boorbad.jpg

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। খবরটি জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য নওশাবা আহমেদ।

সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার (২৫ মার্চ) পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘বরবাদ’। দুপুর ১২টা থেকে সিনেমাটি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়।

এ বিষয়ে নওশাবা বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তাঁর ব্যাতিক্রম নয়। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও এমন কিছু নয়। বোর্ডের সবাই সিনেমাটির সংশোধিত কপি দেখে ছেড়ে দেওয়া হয়েছে।”      

এদিকে ‘বরবাদ’ সিনেমার সেন্সরশিপ নিয়ে জটিলতা তোইরি হয়েছে এমনটা উল্লেখ করে তারকারা সামাজিক যোগাযোমাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন।

সিয়াম আহমেদ লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো  মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগী’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।”

তমা মির্জা লিখেছেন, ‘কী যে বলেন বুঝিনা! সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে কী আর দেখাবে ? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।”  

অন্যদিকে শবনম বুবলী লিখেছন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই সপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমা টা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’,’দাগী’, ‘জ্বীন ৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক । আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো।”

বলা দরকার, ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিলো শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। এরইমধ্যে মোশন পোস্টার থেকে শুরু করে প্রকাশ পেয়েছে চরিত্রের লুক। এমনকি টিজার গানও মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, ঈদে আসছে না ‘বরবাদ’। বরং শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেতে পারে এবারের ঈদে।

খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে সিনেমাটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা।

তবে এবার আর কোনও অনিশ্চয়তা নয়। বরবাদ আসছে এই ঈদে!

এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী হাসান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×