তিন-চার দিন পর বাসা যেতে পারবেন তামিম


MARCH NAEEM 2ND/ljkdfjk.jpg

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সুস্থ আছেন তামিম ইকবাল। স্বাস্থ্যর উন্নতি হওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তবে বাসায় ফিরতে তার আরোও দুই-তিনদিন লাগবে বলে জানিয়েছেন হাসপাতালটি হৃদরোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ।

তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে আরিফ বলেছেন, ‘বোর্ড মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিম খুব ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে তিনি রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’

তামিম আবার কবে ক্রিকেটে ফিরতে পারবেন এমনটা জানতে চাওয়া হলে তিন-চার মাস অপেক্ষা করার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’

বিকেএসপিএতে খেলতে গিয়ে গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম মানসিকভাবে মেনে নিতে পারছেন না। ৩৬ বছর বয়সী সাবেক বাঁহাতি ওপেনার কল্পনাও করতে পারছেন না জানিয়ে অধ্যাপক শাহাবুদ্দিন বলেছেন, ‘তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না।
সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×