শাকিব খানের জন্মদিনে কী লিখলেন অপু ও বুবলী
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০১:২৬ পিএম, ২৮ মার্চ ২০২৫

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ শুক্রবার (২৮ মার্চ)। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি।
১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে।
ঢাকাই সিনেমার শীর্ষে থাকা এ অভিনেতা তার দক্ষ অভিনয়গুণে এখন পর্যন্ত চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সুপারস্টার।
অভিনয়জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তি জীবনে কিছুটা সমালোচিত শাকিব খান। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। অবশ্য সম্পর্ক না টিকলেও জন্ম তারিখ পড়তেই শাকিবকে বিশেষ এই দিনটির শুভেচ্ছা জানালেন অপু-বুবলী দুজনে; সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীকে সম্বোধন করলেন নানা তকমায়।
সিনেমার দৃশ্যে দুইজনের ফ্রেমবন্দি একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’
আবার প্রাক্তন স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন শবনম বুবলীও। তিনি লিখেছেন, শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’।
এদিকে আসন্ন ঈদুল ফিতরে শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পাবে। ‘বরবাদ’ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি ‘অন্তরাত্মা’। শাকিবিয়ানদের প্রথম পছন্দ বরবাদ হলেও অন্তরাত্মা রয়েছে দ্বিতীয় তালিকায়। এবার ঈদে দুইটি ছবিই দেখতে পারবেন দর্শকরা।