রিলিজ হল শিল্পী নাফিস কামালের গান ‘এখনও সেই পথে’


March 2025/Ekono sei somoy.jpg

নব্বই দশকের শেষ দিকে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে কাওসার আহমেদ চৌধুরীর কথা আর নকীব খানের সুরে ‘এলোমেলো’ (এই দেশে এক শহর ছিল…) গানটি দিয়ে আলোচিত গায়ক নাফিস কামালের নতুন রোমান্টিক গান ‘এখনও সেই পথে’ মুক্তি পেয়েছে ঈদুল ফিতর উপলক্ষে।

গানচিল, প্রথম আলো অনলাইন, স্বাধীন মিউজিক ও নাফিস কামালের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও স্পটিফাইসহ সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গিয়ে শ্রোতারা গানটি শুনতে পারবেন। 

গানের কথা ও সুর করেছেন আসিফ আলতাফ, সংগীতায়োজনে পাভেল আরিন ও প্রযোজনায় ইয়াসির মাহমুদ খান। কক্সবাজারের সুদীর্ঘ মেরিন ড্রাইভে ভিন্ন আঙ্গিকে দৃশ্যায়িত এই গানের ভিডিও নির্মাতা ইশতিয়াক মাহমুদ ও প্রযোজক ব্ল্যাঙ্কবক্স। এছাড়া, ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে শিল্পী নাফিস কামাল ও আজমেরী আশাকে। 

গানটি দেখতে ভিজিট করুন: https://www.youtube.com/@GaanchillMusicOfficial                                                                   

নাফিস কামাল জানান, এই গানটি তৈরির পেছনে তার কাছের বন্ধুদের ছিল ব্যাপক উৎসাহ, অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতা।’

উল্লেখ্য, দীর্ঘ বিরতীর পর নাফিস কামাল সংগীত জগতে ফিরে আসেন কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও ঋত্বিক ঘটকের প্রতি উৎসর্গ করা গান ‘স্মরণে ঋত্বিক’ দিয়ে; যা গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে মুক্তি পেল তার দ্বিতীয় নতুন গান ‘এখনও সেই পথে’।

শ্রোতাদের জন্য নাফিস কামাল আরও কিছু নতুন গান নিয়ে কাজ করছেন; যা শিগগিরিই প্রকাশিত হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×