সন্তানের কাছে বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস


MARCH NAEEM 2ND/sakib-apu.jpg

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল শুক্রবার। দিনটিকে ঘিরে আয়োজনেরও কমতি ছিল না। এবার বিশেষ এই দিনটিতে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান।  

শুক্রবার রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পোস্টে কিছু ছবি পোস্ট করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা।’

বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি। 

তা পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×